সোনা চুরির অপবাদ দিয়ে গৃহপরিচারিকা ও তার স্কুলপড়ুয়া মেয়েকে নির্যাতনের অভিযোগে দুই লন্ডন প্রবাসীকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
রবিবার (১৫ এপ্রিল) রাতে তাদেরকে গ্রেপ্তারের পর সোমবার (১৬ এপ্রিল) দুপুরে তাদের দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ওই দুই প্রবাসী হচ্ছেন মজুমদারি ১ নম্বর বাসার মৃত আব্দুন নুরের ছেলে কবির আহমদ খোকন (৪২) ও তার ভাই সাকির আহমদ মুন্না (৪৩)।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, সোনা চুরির অভিযোগ তুলে গৃহপরিচারিকাকে একটি গাছের সাথে এবং মেয়েকে একটি পিলারের সাথে বেঁধে নির্যাতন করা হয়। খবর পেয়ে রবিবার রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মা-মেয়েকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ সময় এ দুই প্রবাসীকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় তাদেরকে আসামি করে প্যানাল কোড ও শিশু আইনে একটি মামলাও হয়েছে বলে জানিয়েছেন নগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন।
এছাড়া মা ও মেয়ে দুজন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলেও জানান তিনি।
ব্রেকিংনিউজ/এএএন/জিসা
Copyright 2018 All rights reserved