ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় মশক নিধনের জন্য ১০ হাজার গাপ্পি মাছ নালা, নর্দমা, ড্রেনে উন্মুক্ত করেছেন মেয়র সাঈদ খোকন। মঙ্গলবার (২০ মার্চ) ডিএসসিসির অঞ্চল-৪ এর কাজী আলাউদ্দিন রোডের ড্রেনে গাপ্পি মাছ অবমুক্ত করেন তিনি।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী উৎযাপনে সপ্তাহব্যাপি চলা ‘স্বচ্ছ ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে এই গাপ্পি মাছ উন্মুক্ত করা হয়।
এসময় সাঈদ খোকন বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে নানাবিধ কর্মসূচি গ্রহন করেছে ডিএসসিসি। ‘স্বচ্ছ ঢাকা’ কর্মসূচির আওতায় পরিচ্ছন্ন নগরীর পাশাপাশি জনস্বাস্থ্য নিশ্চিতে মশক নিধন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ১০ হাজার গাপ্পি মাছ ডিএসসিসির অঞ্চল-৪ এর নালা-নর্দমা-ড্রেনে উন্মুক্ত করে ফলাফল দেখা হবে। যদি ইতিবাচক ফলাফল দেখি তাহলে সকল অঞ্চলে এই কার্যক্রম পরিচালনা করা হবে।
তিনি আরও বলেন, ‘ঢাকার প্রথম মেয়র মো. হানিফ দায়িত্বে থাকাকালীন সময়ে এ কার্যক্রম হাতে নিয়েছিলেন। তখন কিউলেক্স মশা নিয়ন্ত্রিত হয়েছিল। কারণ কিউলেক্স মশা নালা-নর্দমা-ড্রেন বংশ বিস্তার করে। তাই আবারও এ কার্যক্রম হাতে নেয়া হয়েছে। তবে গাপ্পি মাছে চিকুনগুনিয়ার বাহক এডিস মশা নিধন হবে না। কারণ এডিস মশা বাসা-বাড়িতে জমে থাকা স্বচ্ছ পানিতে বংশ বিস্তার করে। তাই বাসা-বাড়িতে জমে থাকা পানি ফেলে দিতে হবে।’
মেয়র বলেন, ‘আমরা সচেতনতামূলক গণবিজ্ঞপ্তি চালু করছি। এক লাখ ৬০ হাজার বাড়ির মালিকদের লিফলেট বিতরণ করা হবে। আগামীকাল থেকে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’
এ সময় সকল বাসা-বাড়ি এর মালিকদের পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য অনুরোধ জানান তিনি। না হলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে যদি মশার আবাস্থল দেখা যায় তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান দক্ষিণের এই মেয়র।
ব্রেকিংনিউজ/ এমআই/ এসএ
Copyright 2018 All rights reserved