রাজধানীর আমিন জুয়েলার্সের চুরি হওয়া মালামাল চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ এপ্রিল) সকাল ৭টার দিকে ফরিদগঞ্জের পশ্চিম বড়ালী গ্রাম থেকে চুরি হওয়া ২১১ ভরি স্বর্ণ ও নগদ ১১ লাখ ২৪ হাজার টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জানু বেগম ও আমান উল্লাহ নামে ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
ঢাকার গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় মঙ্গলবার সকাল ৭টায় ফরিদগঞ্জের পশ্চিম বড়ালী গ্রামের পাটওয়ারী বাড়িতে চোর সাদদাম হোসেনের নানার ঘরে অভিযান পরিচালনা করা হয়। ওই ঘরের চাউলের ড্রামে লুকানো অবস্থায় এ সব মালামাল পাওয়া যায়।
এ সময় সাদ্দামকে না পেয়ে নানার বাড়িতে থাকা তার বাবা আমানউল্লা ও মা জানু বেগমকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান ওসি আমিনুল।
ব্রেকিংনিউজ/এইচ/এমআর
Copyright 2018 All rights reserved