রাঙামাটির সাজেক পর্যটন কেন্দ্রে আগুনে তিনটি কটেজ পুড়ে গেছে। রবিবার রাত ২টার দিকে আগুন লাগে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাতাসের কারণে আগুন দ্রুতই চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে। খবর পেয়ে নিরাপত্তা বাহিনী ও স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে পর্যটকদের সরিয়ে নিয়ে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করতে থাকে।
এরই মধ্যে খাগড়াছড়ির দিঘীনালা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যায়। পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে সাজেক বিলাস, গরবা কটেজ ও কাচালং কটেজ নামের কটেজগুলো সম্পূর্ণ পুড়ে যায়।
স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ কেউই আগুন লাগার কারণ জানাতে পারেনি।
ব্রেকিংনিউজ/এনকে
Copyright 2018 All rights reserved