পর্দার সামনে এক, পেছনে আরেক। অভিনয় শিল্পীদের ক্যামেরার সামনের জীবনটার সঙ্গে বাস্তব জীবনের অনেক ক্ষেত্রেই অমিল দেখা যায়। বিশেষত, উঠতি নায়িকাদের তো হরহামেশাই যৌন নিপীড়নের শিকার হতে হয়। হজম করতে হয় নানা আপত্তিকর প্রস্তাবও। কেউ কেউ সময়ের সঙ্গে গা ভাসিয়ে রাতারাতি খ্যাতির চূড়া ছুঁতে চান। অনেকেই শরীর নিয়ে আপস করতে পারেন না।
সম্প্রতি রেড্ডি নামের এক তেলেগু অভিনেত্রী পরিচালক ও কলাকুশলীদের হাতে যৌন হয়রানির প্রতিবাদে নগ্ন হয়ে রাস্তায় বসে পড়েন তিনি। এবার নতুন করে মুখ খুলেছেন আরেক অভিনেত্রী সন্ধ্যা নাইডু।
এক দশকেরও বেশি সময় ধরে দক্ষিণী সিনেমার জগতে কাজ করছেন সন্ধ্যা। বেশির ভাগ সময় মা-কাকিমার চরিত্রে অভিনয় করায় তেলেগু ইন্ডাস্ট্রির ‘আম্মা’ বলে সম্বোধন করা হয় তাকে।
তবে সন্ধ্যা নাইডুর চোখে তেলেগু ইন্ডাস্ট্রির দুই রকম দৃশ্য ধরা পড়েছে। তার মতে, এখানে দিনের বেলায় দৃশ্য একরকম, আর রাত নামলেই দিনের দৃশ্য উল্টে যায়।
দিনের আলোতে যারা তাকে ‘আম্মা’ বলে ডাকে, রাত নামলে তারাই নাকি যৌনক্ষুধা মেটানোর জন্য তাকে বিছানায় ডাকে। ফোনে সরাসরি কুপ্রস্তাব দেয়।
নাইডু বলেন, ‘সকালে ওরা আমাকে আম্মা বলে ডাকে। কিন্তু রাতে চায়, আমি ওদের শয্যাসঙ্গিনী হই। ওরা যে ইন্ডাস্ট্রিরই লোকজন সেটা বুঝতে একটুও অসুবিধা হয় না।’
অবশ্য সন্ধ্যা নাইডু এ বিষয়ে কারও নাম উল্লেখ করেনি। যদিও তাকে বিছানায় পেতে প্রস্তাবকারীরা সন্ধ্যার এ কথায় একটু হয়তো নড়েচড়ে বসছেন।
এর আগে বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া, দীপিকা পাড়ুকোন, বিদ্যা বালান ও কঙ্গনা রানাউতসহ আবেদনময়ী অনেক অভিনেত্রীই পরিচালক-প্রযোজকদের কুপ্রস্তাবের কথা ফাঁস করেছিলেন।
ব্রেকিংনিউজ/এমআর
Copyright 2018 All rights reserved