সিনেমা শুরুর আগে ‘হলে’জাতীয় সংগীত বাজানো বাধ্যতামূলক নয় বলে জানিয়ে দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। ২০১৬ সালের পুরনো রায় প্রত্যাহার করে মঙ্গলবার সংশোধিত এ রায় দিলো দেশটির সর্বোচ্চ আদালত।
সিনেমা হলে জাতীয় সঙ্গীত বাজানো নিয়ে সোমবার কেন্দ্রীয় সরকার নিজেদের অবস্থান বদল করে। শীর্ষ আদালতকে তারা ওই নির্দেশ প্রত্যাহারের আর্জিও জানায়। এরপরই সিনেমা হলে জাতীয় সঙ্গীত বাজানো অত্যাবশ্যক নয় বলে রায় দিলো সুপ্রিম কোর্ট।
গত বছর মোদি সরকার সিদ্ধান্ত নিয়েছিল, প্রেক্ষাগৃহে সিনেমা শুরুর আগে জাতীয় সঙ্গীত বাজানো হবে। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানেও জাতীয় সঙ্গীত আবশ্যক করার পক্ষে ছিল সরকার।
২০১৬ সালের নভেম্বরে সুপ্রিম কোর্টের বিচারপতি দীপক মিশ্রের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, যতক্ষণ না প্রেক্ষাগৃহে জাতীয় সঙ্গীত শেষ হচ্ছে ততক্ষণ উপস্থিত দর্শকদের দাঁড়িয়ে থাকতে হবে। এর ফলে মানুষের মধ্যে দেশভক্তির ভাব জাগ্রত হবে।
গত বছরের অক্টোবরে সুপ্রিম কোর্টের অন্য একটি বেঞ্চ ওই নির্দেশে পরিবর্তন আনে। তখন বলা হয়, দর্শকদের উঠে দাঁড়ানোর প্রয়োজন নেই। কারণ আদালত মনে করে, যিনি দাঁড়ালেন না তিনি যে কম দেশভক্ত, তার কোনো যুক্তি নেই। ওই সময় কেন্দ্রীয় সরকারকে ফের এই সিদ্ধান্ত বিবেচনার নির্দেশও দেয় শীর্ষ আদালত।
ব্রেকিংনিউজ/এনকে
Copyright 2018 All rights reserved