ঢাকা: বারবার নির্ধারিত তারিখে আদালতের শুনানিতে হাজির না হওয়ায় পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দেশটির দুর্নীতিবিরোধী আদালত।
মঙ্গলবার (১৪ নভেম্বর) দেশটির বর্ষীয়ান এই রাজনীতিকের বিরুদ্ধে এ আদেশ জারি করা হয় বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়েছে।
এদিকে এমন সময় দেশটির অর্থমন্ত্রীর বিরুদ্ধে এই পরোয়ানা জারি হলো যখন কিনা আন্তর্জাতিক বাজার থেকে বাড়তি ১০০ কোটি ডলার ঋণ নেয়ার চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। ইসহাকের বিরুদ্ধে এই পরোয়ানা ঋণ পাওয়ার পথে বাধা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ব্রেকিংনিউজ/এমআর
Copyright 2018 All rights reserved