প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘উন্নয়নের ফলে বাংলাদেশ স্বল্প উন্নত দেশ থেকে উন্নতশীল দেশে পরিণত হয়েছে। বাংলাদেশকে আর কেউ অবহেলা করতে পারবে।’
বুধবার (২১ মার্চ) বিকেলে চট্টগ্রামের পটিয়ায় আওয়ামী লীগের জনসভায় তিনি এসব কথা বলেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত (সোয়া ৪টা) বক্তব্য চলছিল।
প্রধানমন্ত্রী বলেন, ‘যাদের ঘর নাই আমরা তাদের ঘর করে দিবো। যাদের ঘর করার মতো সক্ষমতা আছে কিন্তু জমি নাই আমরা তাদের জমি দেবো। বাংলাদেশের একটি মানুষও ঘরবাড়ি ছাড়া থাকবে না। না খেয়ে থাকবে না।’
তিনি বলেন, ‘এক বছরে আমরা ১০ লাখ মানুষের কর্মসংস্থান করেছি। প্রশিক্ষণ দিয়ে তাদের বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি। যেন তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারা। আমরা বিনা আমানতে ঋণের ব্যবস্থা করে দিয়েছি। যেন নিজেই চাকরি ব্যবস্থা করতে পারে সেই ব্যবস্থা আমরা করছি।’
ব্রেকিংনিউজ/ এসএ
Copyright 2018 All rights reserved