ঢাকা: দক্ষিণ আফ্রিকায় সোলায়মান হোসেন (৫৫) নামের এক বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাতে দক্ষিণ আফ্রিকার আম টার্টা স্টর্ণ কেফ শহরের ওই ঘটনায় নিহত সোলায়মান চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা শহরের বাস টার্মিনাল পাড়ার মৃত কিতাব মন্ডলের ছেলে।
নিহতের ছেলে ব্যবসায়ী শিহাব উদ্দীন জানান, স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে তিনি (সোলায়মান) নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় ফেরার সময় বাসার গেটের সামনে পৌছায়। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়লে সে ঘটনাস্থলেই নিহত হয়।
তিনি আরও জানান, প্রায় ১৪ বছর আগে থেকে তিনি দক্ষিণ আফ্রিকায় বসবাস করে আসছিলেন। বর্তমানে দক্ষিণ আফ্রিকার আম টার্টার স্টার্ণ কেফ শহরে তার নিজস্ব প্রসাধনী ব্যবসা রয়েছে।
২০১৫ সালে একইভাবে চাচা আরিফ হোসেনকে দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছিল। নিহতের লাশ এ সপ্তাহে দেশে ফিরবেন বলে তিনি জানান।
ব্রেকিংনিউজ/ এসএ
Copyright 2018 All rights reserved