ঢাকা: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে হোঁচট খেয়েছে মেসিবিহীন আর্জেন্টিনা। প্রথমার্ধে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধের ধাক্কা সামলাতে পারেনি দলটি। যার ফলে নাইজার বাহিনির কাছে হেরে নতজানু হয়ে মাঠ ছাড়তে বাধ্য সাম্পাওলিও শিষ্যরা।
মঙ্গলবার (১৪ নভেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় রাশিয়ার ক্রাসনোদার স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ৪-২ গোলে হেরে যায় ডি মারিয়ারা।
প্রথমার্ধের ২৭তম মিনিটেই দলকে এগিয় দেন আর্জেন্টাইন তারকা এভার বানেগা। দারুণ এক ফ্রি কিকে লক্ষ্যভেদ করেন সেভিয়ার এই মিডফিল্ডার। তারপর ৩৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আগুয়েরো। ডান দিক থেকে ক্রিস্তিয়ান পাভোনের ক্রসে পেয়ে ছয় গজ বক্সের ঠিক বাইরে থেকে গোলটি করেন তিনি।
প্রথমার্ধ শেষ হওয়ার এক মিনিট আগে চমৎকার ফ্রি-কিকে ব্যবধান কমান লেস্টার সিটির ফরোয়ার্ড কেলেচি ইহেনাচো। গোলরক্ষক আগুস্তিন মার্চেসিন ঝাঁপিয়ে বলে হাত লাগালেও বিপদমুক্ত করতে পারেননি।
বিশ্রামের পর মাঠে ফিরেই জ্বলে উঠে নাইজেরিয়া। মাত্র দুই মিনিটের ব্যবধানে দুটি গোলে এগিয়ে যায় তারা।
৫২তম মিনিটে ইহেনাচোর পাস পেয়ে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন আর্সেনালের ফরোয়ার্ড আলেক্স আইওবি। পরের গোলেও অবদান রাখেন প্রথম গোলদাতা। তার পাস পেয়ে ডি-বক্সে ঢুকে প্রথম শটেই গোলরক্ষককে পরাস্ত করেন এই অর্ধের শুরুতে বদলি নামা ডিফেন্ডার ব্রায়ান আইডোয়ু।
এই হারের ফলে আর্জেন্টিনা টের পেয়েছে দলে মেসির গুরুত্ব কতটুকু। মেসি থাকলে হয়তো ফলাফল অন্যরকম হতে পারত।
ব্রেকিংনিউজ/এমএস
Copyright 2018 All rights reserved