Ads-Top-1
Ads-Top-2

বিশ্বকাপ উপলক্ষে টিভিতে ওয়ালটনের মূল্যছাড়

নিউজ ডেস্ক
১৩ জুন ২০১৮, বুধবার
প্রকাশিত: 12:43:00

দেশীয় ব্র্যান্ড ওয়ালটন ঈদ ও বিশ্বকাপ ফুটবল উপলক্ষে বিভিন্ন আকারের টিভিতে মূল্যছাড়সহ নানা অফার নিয়ে এসেছে।

মডেলভেদে পাঁচ হাজার টাকা পর্যন্ত দাম কমিয়েছে কোম্পানিটি।

এছাড়া ডিজিটাল রেজিস্ট্রেশনের আওতায় গ্রাহকদের জন্য রয়েছে নিশ্চিত ক্যাশব্যাক।

আমেরিকা ও রাশিয়া ভ্রমণ ছাড়াও রয়েছে ফ্রি ফ্রিজ, টিভি, এসি পাওয়ার সুযোগ।

এসব সুযোগ না পেলেও সবার জন্য দুই হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক থাকছে বলে মঙ্গলবার ওয়ালটনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ওয়ালটনের ডেপুটি এক্সিকিউটিভি ডিরেক্টর উদয় হাকিম বলেন, “রোজার ঈদ ও ফুটবল বিশ্বকাপ ঘিরে চলতি বছরের মে ও জুন মাসে প্রায় দেড় লাখ টিভি বিক্রির টার্গেট নেওয়া হয়েছে। এরইমধ্যে গতমাসে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি টিভি বিক্রি হয়েছে।”

ওয়ালটন টেলিভিশন বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন জানান, বড় পর্দায় খেলা দেখার সুবিধা দিতে ওয়ালটনের ৪৯ ও ৫৫ ইঞ্চি টিভির দাম কমিয়ে আনা হয়েছে যথাক্রমে ৫৪ হাজার ৯০০ ও ৬৪ হাজার ৯০০ টাকায়।

এছাড়াও ৩৯ হাজার ৯০০ টাকায় ৪৩ ইঞ্চি এবং ১৯ হাজার ৯৯০ টাকায় ৩২ ইঞ্চি এলইডি টিভি দিচ্ছে ওয়ালটন।

ব্রেকিংনিউজ/ এমজি

Ads-Sidebar-3
Ads-Sidebar-3
সর্বাধিক পঠিত
Ads-Sidebar-3
সর্বশেষ খবর
Ads-Sidebar-3
Ads-Top-1
Ads-Top-2