ঠাকুরগাঁওয়ে চলতি আমন মৌসুমে ২৬ টাকা কেজি দরে সরকারি ভাবে ধান সংগ্রহ শুরু হয়েছে । সোমবার (২ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে এ কর্মসুচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম।
এ মৌসুমে জেলার পাঁচটি উপজেলার কৃষকদের কাছ থেকে ১৬ হাজার ২শ’ ২ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। এর মধ্যে সদর উপজেলায় ৬৮ হাজার ৬শ’ ৪৮ জন কৃষকের মধ্য থেকে লটারীর মাধ্যমে ৬ হাজার ৯৫ জন কৃষক জনপ্রতি একটন করে ছয় হাজার পঁচানব্বই টন ধান সরবরাহ করতে পারবে।
কৃষি বিভাগ জানায় এ বছর জেলায় ১ লাখ ৩৬ হাজার ৯শ ২৫ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। এই পরিমান জমি থেকে প্রায় সাড়ে ৩ লাখ মেট্রিক টন ধান উৎপাদন হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট বিভাগ।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূর কুতুবুল আলম, সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. অরুণাংশু দত্ত টিটো, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, জেলা কৃষকলীগের সভাপতি সরকার আলাউদ্দিনসহ জেলা কৃষি বিভাগ, খাদ্য বিভাগের উর্ধতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক প্রতিনিধিসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
ব্রেকিংনিউজ/এম