করোনাভাইরাস মোকাবেলায় পারিবারিক পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক কৃষকদের মাঝে বিনামূল্যে শাক-সবজির বীজ বিতরণ করেছেন বাংলাদেশ কোস্টাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মো. সগিরুল ইসলাম মজুমদার।
শুক্রবার (১২ জুন) বরগুনা সদর উপজেলার ৬ নম্বর বুড়িরচর ইউনিয়নের ৫০ জন কৃষকের মাঝে এ বীজ বিতরণ করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মুনিরুজ্জামান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মাকসুদুর রহমান ও জিয়াউল ইসলাম।
ব্রেকিংনিউজ/এমজি