মার্ভেল কমিকসের প্রথম সংখ্যার একটি দুর্লভ কপি নিলামের মাধ্যমে ১০ কোটি ৭০ লাখ টাকারও বেশিতে বিক্রি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ডালাসে এই নিলাম অনুষ্ঠিত হয়।
হেরিটেজ অকশনস জানিয়েছে, ১৯৩৯ সালের মার্ভেল কমিকস নম্বর ১ বিক্রি হয়েছে। তবে ক্রেতা তার নাম প্রকাশ করেননি।
হেরিটেজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এড জেস্টার বিক্রিত কপিটিকে ‘ঐতিহাসিক কমিক বইয়ের ঐতিহাসিক কপি’ হিসেবে আখ্যায়িত করেন।
প্রসঙ্গত, মার্ভেল কমিকসের এই সংখ্যাটিতে হিউম্যান টর্চ, কা-জার, অ্যাঞ্জেল ও সাব-মেরিনারের মতো চরিত্রগুলোকে প্রথমবারের মতো দেখা যায়।
ব্রেকিংনিউজ/এমজি