সময়টা বড্ড অচেনা লাগছে
জীবনের মানেটাই বুঝি আজ হারিয়ে ফেলতে বসেছি!
আমি হয়তো কিছুই বুঝি না
তবুও বুঝার ভান করি সময়টার কালক্ষেপণ;
এইতো কিছুদিন আগে কত সুন্দর দিন কাটিয়েছি
এখন যেমন বন্দি সবকিছু নিজেকেও যেন বন্দি
কথার মাঝে হারিয়ে ফেলেছি অচেনা সময়টা!
আমি আর আমার মাঝে নিজেকে কখনোই খুঁজে পাচ্ছি না।
কিছু একটা হারানোর বেদনা বারবার নিজেকে তাড়িয়ে বেড়াচ্ছে।
তুমিহীনা সময়টা বড্ড অচেনা লাগছে।
আমি হয়তো অল্পতে অনেক কিছু পেয়েও
তোমার কাছে যাওয়ার ইচ্ছেটা লুকাই নি!
সময় বলে, এটা আমার বড় অবহেলা করার ফল;
যেন আজ আমি ভাবতেছি আমি আমার কাছে
বড্ড অচেনা লাগা এক সময়ের পাতায় লিখছি
এক হারানো সুরে ছন্নছাড়া মনবীর।