এআর তানভীর
৪ ফেব্রুয়ারি ২০২১, বৃহস্পতিবার
প্রকাশিত: ০৬:২৩
ইচ্ছে করে মেঘ হই,
উড়ে যায় তোমার পানে।
মন যে কিছুই মানে না,
ছুটে যেতে চায় তোমার টানে।
হতাম যদি তোমার আমি
মাতাল সুরভীতে অঙ্গ জড়িয়ে দিতাম।
ইচ্ছে করে আকাশ হয়ে,
গড়ে তুলি তোমার-আমার ভালোবাসার আবাস।
সেই আবাসে তোমায় নিয়ে,
থাকবো বারো মাস।
মন যে হতে চায় সবুজ কানন
সেই কাননে ছুটবো মোরা সারাক্ষণ।
ইচ্ছে করে ছুটে যাই
ঐ দূর পাহাড়ের চূড়ায়।
বাঁধি সেথায় দু’জনায় ঘর
দেখি এই ধরণী যেদিকে দু চোখ যায়।
মন যে চায় যেতে সাগর নীলে
কাটাব সাঁতার তুমি-আমি মিলে।
ইচ্ছে করে ভিজি বর্ষায়,
যদি পাই তোমার সায়।
মন যে চায় গাইতে গান,
ভরিয়ে দিতে তোমার প্রাণ।
মন যে কিছুই মানে না,
দেখতে চায় শুধু ঐ মুখখানা।
হতাম যদি ঐ দূর ঝর্ণা
তোমায় নিয়ে দিতাম হানা।
হতাম যদি নদী,
তোমার পাণে বয়ে যেতাম নিরবধি।
ইচ্ছে করে হই ডিঙি,
তোমায় নিয়ে সারাটি দিন ঘুরি।
হতাম যদি বৃক্ষ,
তোমার প্রতীক্ষায় থাকতাম সুদীর্ঘ।
মন হতে চায় দক্ষিনা হাওয়া,
দুলিয়ে দেই তোমায় সারাবেলা।
ইচ্ছে করে হই সুখ,
মুছে দিয়ে যায় তোমার সব দুঃখ।
ইচ্ছে করে অনেক কিছুই,
হতে পারি না কিছুই।
মন হতে চায় সবকিছু,
নিতে তোমার পিছু।
হতাম যদি তোমার মন,
পেতাম তোমায় আরোও আপন।