রক্তেমাখা বর্ণ
রাজপথে মিছিল করে
মরেছে ভাষার জন্য
রক্তে দিয়ে জীবন দিয়ে
এনেছে সোনা বর্ণ।
রক্তেমাখা সোনা বর্ণ
একুশে ফেব্রুয়ারি
ভাষাযুদ্ধে শহীদ হওয়া
মিনার তাদের সারি।
রক্তেমাখা সোনা বর্ণ
করেছে যারা দান
জনম জনম মনে প্রাণে
গাইব তাদের গান।
আমার ভাষা
আমার ভাষা বাংলা ভাষা
মাতৃভাষার জয়
মুখের ভাষা মধুর ভাষা
জীবন করে ক্ষয়।
যুদ্ধ করে জীবন দিয়ে
মুক্ত স্বাধীন ভাষা
রক্ত ক্ষয়ের বাংলা ভাষা
আমার ভালোবাসা।
আমার ভাষা বাংলা ভাষা
মধুর সুবাসমাখা
মুক্ত স্বাধীন বাংলা ভাষা
হৃদয় কনে আঁকা।
অমর একুশ
৫২ এর রাজপথ
ক্ষত-বিক্ষত প্রাণ
গুলি বোমা রক্ত নদী
বাংলা ভাষা ঘ্রাণ।
রাষ্ট্র ভাষা বাংলা চাই
মিছিল সারি সারি
মুক্ত স্বাধীন বাঁচার আশা
২১ শে ফেব্রুয়ারী।
ভাষা শহীদ রক্তে রঙিন
শহীদ মিনার ঘিরে
৫২ এর অমর একুশ
কোটি বাঙালি নীড়ে।
ছড়াকার: শিক্ষার্থী; এমবিএ, সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ,পাবনা।