রুপোলি পর্দায় ঝড় তুলতে আবার আসছেন মার্টিন স্করসিস ও লিওনার্দো ডি ক্যাপ্রিও জুটি। এবার ওয়েব সিরিজে রুদ্ধশ্বাস গল্পের পশরা সাজাতে আসছেন অস্কারজয়ী জুটি। দ্য উলফ অব ওয়াল স্ট্রিট, গ্যাংস অব নিউইয়র্ক, দ্য অ্যাভিয়েটরের মতো সুপারহিট ছবির জন্য বিশ্বজুড়ে খ্যাতি রয়েছে কিংবদন্তি ছবি নির্মাতা মার্টিন স্করসিসের। তার বিখ্যাত ছবিগুলির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে দর্শকমনে আলোড়ন তুলেছেন অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও।