bnbd-ads
bnbd-ads

সিরাজগঞ্জে বাসচাপায় ১ নারী নিহত

রানা আহমেদ, সিরাজগঞ্জ প্রতিনিধি
৯ জুন ২০১৮, শনিবার
প্রকাশিত: ০৮:৩৮

সিরাজগঞ্জে বাসচাপায় ১ নারী নিহত
প্রতীকি ছবি

সিরাজগঞ্জের সলঙ্গায় বাসচাপায় মনিজা খাতুন (৫০) নামে এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। 

এ ঘটনায় নিহতের স্বামী মোটর সাইকেল চালক সানোয়ার হোসেন গুরুতর আহত হয়েছে। 

শনিবার (৯ জুন) দুপুরের দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ফুড ভিলেজ প্লাস হোটেলের পাশে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সলঙ্গা থানার দাদনপুর গ্রামের বাসিন্দা। 

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, মোটর সাইকেল যোগে ওই দু’ন সিরাজগঞ্জের দিকে যাচ্ছিলেন। এ সময় নওগা থেকে কিশোরগঞ্জগামী অপরুপা পরিবহণের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মনিজা খাতুন নিহত হয়। আহত হন তার স্বামী সানোয়ার হোসেন। 

তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। চালকসহ বাসটি আটক করা হয়।

ব্রেকিংনিউজ/এসএএফ

bnbd-ads
MA-in-English
bnbd-ads