bnbd-ads
bnbd-ads

বাঁচা-মরার দিনে প্রোটিয়াদের পথের বাধা উইন্ডিজ

স্পোর্টস ডেস্ক
১০ জুন ২০১৯, সোমবার
প্রকাশিত: ১০:৫৫ আপডেট: ১২:৫৯

বাঁচা-মরার দিনে প্রোটিয়াদের পথের বাধা উইন্ডিজ

টানা তিন ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় পড়েছে দক্ষিণ আফ্রিকা। এরইমধ্যে দলের সেরা ও অভিজ্ঞ পেসার ডেল স্টেইন পড়েছেন ইনজুরিতে। নেই এবি ডি ভিলিয়ার্সের মতো ব্যাটসম্যানরাও। ফর্ম হারিয়ে ধুকছেন হাশিম আমলা। 

এমন সব দুঃসংবাদকে সামনে রেখে আজ বাঁচা মরার লড়াই প্রোটিয়াদের সামনে। 

সোমবার (১০ জুন) বিকেল সাড়ে ৩টায় সাউদাম্পটনে শুরু হতে যাওয়া ম্যাচে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। 

এদিকে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১০৭ রানে অলআউট করে বড় জয় তুলে নিলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে জেতা ম্যাচে হেরেছে উইন্ডিজ। ফলে আজকের ম্যাচে হোল্ডার বাহিনীও চাইবে জয় দিয়ে সেমির পথে আরও একধাপ এগিয়ে যেতে। 

দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ: হাশিম আমলা, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), এইডেন মার্করাম/রসি ভ্যান ডার ডুসেন, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), জেপি ডুমিনি, ডেভিড মিলার, অ্যান্ডি ফেহলুকায়ো, ক্রিস মরিস, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি ও ইমরান তাহির।   

ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশ: ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ (উইকেটরক্ষক), নিকোলাস পুরান, সিমরন হেটমায়ার, আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার (অধিনায়ক), কার্লোস ব্র্যাথওয়েট, অ্যাশলে নার্স, শেল্ডন কটরেল ও ওশানে থমাস।

ব্রেকিংনিউজ/এমআর