bnbd-ads
bnbd-ads

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

কক্সবাজার প্রতিনিধি
১৪ মার্চ ২০১৯, বৃহস্পতিবার
প্রকাশিত: ১২:৪৫

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

কক্সবাজারের টেকনাফ উপজেলায় বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোর চারটার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের খানকার ডেইল এলাকায় ‘বন্দুকযুদ্ধে’র ঘটনাটি ঘটে।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক শরীফুল ইসলাম জোমাদ্দার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ডেইল এলাকায় নাফ নদী সংলগ্ন মেহেদী লবন মাঠ দিয়ে ইয়াবার বড় একটি চালান আসার খবরে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়। এ সময় ইয়াবা পাচারকারীরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে বিজিবিও পাল্টা গুলি চালায়। উভয়পক্ষের মধ্যে প্রায় ১০-১২ মিনিট গুলি বিনিময় চলে। শেষে ইয়াবা পাচারকারীরা পালিয়ে যায়।

তিনি জানান, ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে সাত হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।

ব্রেকিংনিউজ/এনকে

bnbd-ads
MA-in-English
bnbd-ads