bnbd-ads
bnbd-ads

নরসিংদীতে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন সম্পন্ন

খন্দকার শাহিন, নরসিংদী প্রতিনিধি
১৪ মার্চ ২০১৯, বৃহস্পতিবার
প্রকাশিত: ০৩:৩৯

নরসিংদীতে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন সম্পন্ন

নরসিংদীতে ব্যাপক আনন্দঘন পরিবেশে মাধ্যমিক স্তরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন। এতে বিভিন্ন শ্রেণির জন্য পৃথক বুথ তৈরি করে ভোট নিয়েছেন প্রিজাইডিং কর্মকর্তারা।

মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসায় স্টুডেন্টদের অংশগ্রহণের মাধ্যমে সকাল ৯ টায় শুরু হয়ে দুপুর ২টায় ভোটগ্রহণ শেষ হয়। ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে, সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাধবদী এস.পি (সতী প্রসন্ন) ইনস্টিটিউশন এর ভোট কেন্দ্রে শিক্ষার্থীদের লম্বা লাইন। এ প্রতিষ্ঠানের পরিচালক আল-আমিন সরকার, প্রধান শিক্ষক বাবু কিরণ কুমার দেবনাথ ও প্রধান নির্বাচন কমিশনার ইলতিহার আল শাহাদ প্রিজাইডিং কর্মকর্তাদের সাথে নিয়ে কেন্দ্রের বুথগুলো ঘুরে ঘুরে দেখেন।

নরসিংদী জেলা শিক্ষা অফিসার মো. সৈয়দ উদ্দিন জানান, মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও দাখিল মাদ্রাসা সহ ৩৩০ টি শিক্ষা প্রতিষ্ঠানে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ ভোটে নির্বাচিত হয়ে প্রতিষ্ঠানের ৮টি প্রধান দায়িত্বে আটজন নির্বাচিত প্রতিনিধি দায়িত্ব পালন করবেন।

ব্রেকিংনিউজ/এনএসএন