bnbd-ads
bnbd-ads

নোয়াখালীতে যুবদল নেতাকে গুলি করে হত্যা

নোয়াখালী প্রতিনিধি
১৪ মার্চ ২০১৯, বৃহস্পতিবার
প্রকাশিত: ০৩:৫৪ আপডেট: ০৩:৫৫

নোয়াখালীতে যুবদল নেতাকে গুলি করে হত্যা

নোয়াখালীর সোনাইমুড়িতে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবদল নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের ধানুপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবদল নেতার নাম আমজাদ হোসেন (৩৫)। সে ওই এলাকার নুরু মিয়ার ছেলে এবং আমিশাপাড়া ওয়ার্ড যুবদলের সভাপতি।

সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেলারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

ব্রেকিংনিউজ/এনএসএন