bnbd-ads
bnbd-ads

ময়মনসিংহে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

মাসুদ রানা, ময়ময়সিংহ
১৪ মে ২০১৯, মঙ্গলবার
প্রকাশিত: ০৯:৩৩ আপডেট: ১১:১৪

ময়মনসিংহে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহে রেজাউল করিম রাসেল ওরফে পিলপিল রাসেল (৩৬) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার ( ১৩ মে) রাত দুইটার দিকে নগরীর মৃতু্ঞ্জয় স্কুল রোড এলাকার ডিফেন্স পাটির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত রাসেল, জেলা যুবলীগের সদস্য ছিলেন। তিনি শহরতলীর শম্ভুগঞ্জ হরিপুর এলাকার জালাল উদ্দিন ওরফে জালাল ডিলারের ছেলে।

কোতোয়ালী মডেল থানার ওসি মাহমুদুল হাসান জানান, রাতে দুর্বৃত্তরা রাসেলকে কুপিয়ে হত্যা করেছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, হত্যাকাণ্ডের কারণ জানতে মাঠে নেমেছে পুলিশ। জড়িতদের দ্রুতই আইনের আওতায় আনা হবে।

ব্রেকিংনিউজ/এনকে

bnbd-ads
MA-in-English
bnbd-ads