bnbd-ads
bnbd-ads

খুলনায় রুপালী ব্যাংকে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট, খুলনা
১৩ মার্চ ২০১৯, বুধবার
প্রকাশিত: ০৬:১৩

খুলনায় রুপালী ব্যাংকে আগুন

খুলনায় রুপালী ব্যাংক লিমিটেডের দৌলতপুর কর্পোরেট শাখায় জেনারেটর বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় ব্যাংকের চুক্তিভিত্তিক একজন নিরাপত্তা প্রহরী আহত হয়েছেন।

বুধবার (১৩ মার্চ) বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস, ব্যাংক ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বেলা দেড়টার দিকে বিদ্যুত চলে গেলে ব্যাংকের নিজস্ব বিদ্যুত ব্যবস্থার জন্য জেনারেটর চালু করাকালে সেটি বিস্ফোরিত হয়। এতে ব্যাংকের অভ্যন্তরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নেভানো সম্ভব হলেও ব্যাংকের প্রয়োজনীয় কাগজপত্রাদি পুড়ে যায়। তবে ভল্টসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অংশে কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটি জানা যায়নি।

খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের মোবিলাইজিং অফিসার মো. আমজাদ হোসেন জানান, বুধবার দুপুর দেড়টার দিকে দৌলতপুর রুপালী ব্যাংক দৌলতপুর কর্পোরেট শাখায় আগুনের সুত্রপাত হয়। এ সময় দৌলতপুর, খালিশপুর ও বয়রা ফায়ার স্টেশন থেকে ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুণে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি এখনও বলা যাচ্ছে না। ঘটনাস্থলে কর্মকর্তারা রয়েছেন। তদন্ত সাপেক্ষে বলা যাবে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোস্তাক হোসেন বলেন, দৌলতপুরের রুপালী ব্যাংকে আগুন লাগার খবর শুনে সেখানে অতিরিক্ত পুলিশ সদস্য পাঠানো হয়। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ করেছে। ঘটনাস্থল ব্যাংকের সিনিয়র কর্মকর্তারা পরিদর্শন করেছেন।

ব্রেকিংনিউজ/এসএইচ/এনএসএন