bnbd-ads
bnbd-ads

আচমকাই অসুস্থ অমিতাভ, নিজেই গেলেন হাসপাতালে

বিনোদন ডেস্ক
২৪ এপ্রিল ২০১৯, বুধবার
প্রকাশিত: ০৮:২৯ আপডেট: ০৮:৪২

আচমকাই অসুস্থ অমিতাভ, নিজেই গেলেন হাসপাতালে

বলিউডের তিনিই শহেনশাহ। তাকে মাত দিতে পারে এমন কোনও অভিনেতা এখনও বলিউডে নেই বললেই চলে । ৭৬ বছর বয়সেও সিনেপর্দায় সমান ম্যাজিক দেখাচ্ছেন অমিতাভ বচ্চন ।

সম্প্রতি হঠাৎ-ই মুম্বাইয়ের এক হাসপাতালে দেখা গেল অমিতাভক। জানা গিয়েছে, আচমকাই শরীর খারাপ অনুভব করছিলেন বিগবি। আর সে কারণেই দেরি না করে, নিজেই হাসপাতালে গেলেন রুটিন চেকআপ। জানা গিয়েছে, রক্তচাপের সমস্যার জন্যই হাসপাতালে রুটিন চেকআপের জন্য গিয়েছিলেন বিগবি।

এদিকে শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিসের ব্যানারে নির্মিত ‘বদলা’ ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। অর্থাৎ, প্রযোজক শাহরুখের অভিনেতা অমিতাভ। বক্স অফিসে ‘বদলা’ ছবিটি বেশ ভালো ব্যবসা করেছে।

শোনা যাচ্ছে, এই ছবিটিই নাকি রেড চিলি এন্টারটেনমেন্টের সবচেয়ে বড় হিট। ছবি তৈরিতে খরচ হয়েছিল ২২ কোটি টাকা। আর বক্স অফিসে বদলা এখন পর্যন্ত ব্যবসা করেছে ৮৭ কোটিরও বেশি।

এই খবর পেয়ে কিং খান তো দারুণ খুশি। তবে আরও খুশি বিগ বি। তিনি আবার বলিউডের বাদশার কাছে বোনাসেরও আবেদন জানিয়েছেন।

ব্রেকিংনিঊজ/অমৃ