bnbd-ads
bnbd-ads

পলাশের নতুন মিউজক ভিডিও ‘ঘরের বাত্তি’

বিনোদন ডেস্ক
১৪ মার্চ ২০১৯, বৃহস্পতিবার
প্রকাশিত: ১১:৩২

পলাশের নতুন মিউজক ভিডিও ‘ঘরের বাত্তি’

প্রকাশ পেতে যাচ্ছে জনপ্রিয় সঙ্গীতশিল্পী কিশোর পলাশের ‘ঘরের বাত্তি’। গানটি লিখেছেন দেলোয়ার আরজুদা শরফ। অভি আকাশের সুরে গানটির সঙ্গীত পরিচালনা করেছেন মুসফিক লিটু।

নান্দনিক মিউজিক ভিডিওসহ নতুন এ গানটি প্রকাশ করতে যাচ্ছে দেশের প্রথমসারির অডিও-ভিডিও প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান জি সিরিজ। বিকাশ সাহা পরিচালিত এই ভিডিওতে মডেল হয়েছেন জনপ্রিয় মডেল-অভিনেতা এলেন শুভ্র, ফারজানা রিক্তা এবং সম্ভাবনাময় মডেল-অভিনেতা মোরসালিন আলিফ জিয়ন।

‘আমার নাইরে বাড়ী নাইরে ঘর, নাইরে ঘরের ছাদ/ আসমান আমার ঘরের ছাউনি, ঘরের বাত্তি চাঁদ’-এমনি হৃদয়গ্রাহী কাব্যকথায় গড়ে উঠা এ গানটি মিউজিক ভিডিওসহ আগামী ১৪ মার্চ প্রকাশ পাবে জি সিরিজ-এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।

নতুন এই গান প্রসঙ্গে কিশোর পলাশ বলেন, ‘অসম্ভব সুন্দর কথামালায় গানটি লিখেছেন দেলোয়ার আরজুদা শরফ এবং গানের কথা ও ভাবগভীরতায় একাত্ম হয়ে চমৎকার সুর করেছেন অভি আকাশ। পাশাপাশি মুসফিক লিটুর মায়ামোহী সঙ্গীত পরিচালনায় গানটি ভিন্ন এক মুগ্ধতা তৈরি করেছে। আমিও চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে গাইতে। আশা করছি, গানটি সবার মধ্যে ভিন্ন এ অনুভূতি জোগাবে।’

ব্রেকিংনিউজ/অমৃ