bnbd-ads
bnbd-ads

পরিচালকের ছেলেকে দত্তক নিলেন রণবীর-দীপিকা!

বিনোদন ডেস্ক

১৪ মার্চ ২০১৯, বৃহস্পতিবার
প্রকাশিত: ০৩:২৭

পরিচালকের ছেলেকে দত্তক নিলেন রণবীর-দীপিকা!

ঠিকই পড়েছেন শিরোনামটি ৷ আর এ খবর কোনও গুজবও নয় ৷ একেবারে খোদ নায়কের মুখ থেকে বের হওয়া কথাই ৷ বলিউডের জনপ্রিয় এক পরিচালকেরই ছেলেকে দত্তক নিয়ে ফেললেন দীপিকা-রণবীর এবং উড়ে গেলেন লন্ডনে !

গপ্পোটা হল, আপাতত লন্ডনে রয়েছেন দীপিকা, রণবীর ৷ সঙ্গে ডেভিড ধাওয়ান পুত্র বরুণ ধাওয়ান ৷ লন্ডন বিমান বন্দরেই বরুণ ধাওয়ান জানালেন, বলিউডের এই সদ্য বিয়ে হওয়া সেলিব্রিটি জুটি দত্তক নিয়ে ফেলেছেন তাকে ৷ শুধু দত্তকের কথা বললেন না বরুণ ৷ সঙ্গে বরুণ ধাওয়ান জানিয়েছেন, দারুণ যত্ন নিচ্ছেন দীপিকা ও রণবীর !এদিকে সম্প্রতি নরেন্দ্র মোদির সঙ্গে এক আলাপন পর্বে উপস্থিত ছিলেন রণবীর। এ নিয়ে রণবীর জানিয়েছেন, প্রধানমন্ত্রী নাকি পরামর্শ দিয়েছেন, তাদের মতো তরুণ ও চলচ্চিত্রের প্রতি নিবেদিত কর্মীদের উচিত চলচ্চিত্রের মাধ্যমে ‘বৃহত্তর ভারত ও ঐক্যের’ মতো বিষয়বস্তুকে সবার মধ্যে ছড়িয়ে দেয়া। এ অনুষ্ঠানে রণবীরের সঙ্গে আরো ছিলেন আলিয়া ভাট, রণবীর কাপুর, ভিকি কুশল, আয়ুষ্মান খুরানা প্রমুখ।

ব্রেকিংনিউজ/অমৃ