bnbd-ads
bnbd-ads

আয়ুষ্মানের বিরুদ্ধে চুরির অভিযোগ!

বিনোদন ডেস্ক
১৪ মার্চ ২০১৯, বৃহস্পতিবার
প্রকাশিত: ০৩:৪৬

আয়ুষ্মানের বিরুদ্ধে চুরির অভিযোগ!

এবার বড়সড় বিপাকে পড়েছেন বলিউড স্টার আয়ুষ্মান খুরানা। তার বিরুদ্ধে চুরির অভিযোগ দায়ের হয়েছে । পাশাপাশি এই সংক্রান্ত মামলা বম্বে হাইকোর্টেও তোলা হয়েছে। 

প্রযোজক দীনেশ বিজন ও পরিচালক অমর কৌশিক ও আয়ুষ্মানের বিরুদ্ধে অভিযোগ, তারা 'উইগ' ছবির গল্প চুরি করেছেন তাদের পরবর্তী ছবি 'বালা' র জন্য। কম বয়সে চুল পড়ে যাওয়া সংক্রান্ত বিষয় নিয়ে তৈরি হচ্ছে আয়ুষ্মানের পরবর্তী ছবি।

আর তার জন্যই আয়ুষ্মান ও তাঁর পরিচালক গল্প চুরি করেছেন 'উইগ' ছবিটি থেকে, এমন অভিযোগই দায়ের হয়েছে, আয়ুষ্মানের বিরুদ্ধে। 

অভিযোগকারী কমলকান্তের দাবি, তিনি ছবির গল্প নিয়ে হোয়াটস অ্যাপে আয়ুষ্মানের সঙ্গে আলোচনা করেছিলেন তারপরই আয়ুষ্মান সেখান থেকে গল্প চুরি করেন। যদিও 'বালা' ছবির পরিচালক অমর কৌশিকের দাবি এই সম্পর্কে তিনি কিছুই জানতেন না। 

গত ৫ বছর ধরে তিনি নিজের ছবির জন্য স্ক্রিপ্টিং এর কাজ করছেন। তার ছবিতে মুখ্য চরিত্রে থাকতে চলেছেন আয়ুষ্মান।

ব্রেকিংনিউজ/অমৃ