bnbd-ads
bnbd-ads

স্থায়ী বসবাসের সুযোগ দেবে সৌদি

আন্তর্জাতিক ডেস্ক
১৫ মে ২০১৯, বুধবার
প্রকাশিত: ০৩:২২

 স্থায়ী বসবাসের সুযোগ দেবে সৌদি

ধনী বিদেশি এবং দক্ষ কর্মীদের আকৃষ্ট করতে সৌদিতে স্থায়ী ভাবে বসবাসের সুযোগ দেবে দেশটির সরকার। গ্রীণ কার্ডের আদলে বিশেষ ব্যবস্থা চালু করতে যাচ্ছে সৌদি সরকার। 

মঙ্গলবার (১৪ মে) সৌদি আরবের মন্ত্রিসভায় ওই প্রস্তাব অনুমোদন পায়। খবর বার্তা সংস্থা রয়টার্স।

সৌদি প্রেস এজেন্সির বরাতে রয়টার্স জানিয়েছে, মাস খানেক আগে সৌদি শূরা কাউন্সিল ওই প্রস্তাব অনুমোদন করেছিল। মঙ্গলবার তা মন্ত্রিসভার সায় পেল।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে এই ব্যবস্থায় মোটা ফি দিয়ে সৌদি আরবে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাওয়া যাবে। পাশাপাশি সেখানে ব্যবসা করা এবং সম্পত্তির মালিক হওয়ারও সুযোগ হবে।  

সৌদিতে বর্তমানে স্পন্সরশিপ ভিত্তিক যে ব্যবস্থা চালু আছে তাতে একজন সৌদি চাকরিদাতা স্পন্সর হতে রাজি হলে তবেই সৌদি আরবে ওয়ার্ক পারমিট নিয়ে বসবাসের সুযোগ হয়।

ব্রেকিংনিউজ/এসএসআর

bnbd-ads
MA-in-English
bnbd-ads