bnbd-ads
bnbd-ads

গৃহস্থলী কাজে বরফের ৫ ব্যবহার

লাইফস্টইল ডেস্ক
১৩ মার্চ ২০১৯, বুধবার
প্রকাশিত: ১১:১৭

গৃহস্থলী কাজে বরফের ৫ ব্যবহার

ক. সহজেই জামা-কাপড় ইস্ত্রি করতে আগে কাপড়ের কুচকে যাওয়া অংশের উপর বরফ ঘষে নিন। 

খ. চুলে চুইংগাম আটকে গেলে চুল লবনের পানিতে ভিজিয়ে নিন। এর পর চুলে আটকে থাকা চুইংগামের ওপরে বরফের টুকরো ঘোষতে থাকুন। ফলে এটি সহজেই চুল থেকে আলাদা হয়ে যাব।

গ. জামায় হঠাৎ খাবার পড়ে বিশ্রী দাগ হয়ে গেলে সামান্য পানি দিয়ে জামার দাগ লাগা অংশটা প্রথমে মুছে নিন। এরপর বরফ দিয়ে জায়গাটা ঘষে নিলে দাগ অনেকটাই কমে যাবে।

ঘ. এক টুকরো বরফ বা আইস কিউব দিয়ে মাইক্রোওভেনে ভাত গরম করতে দিন। এর ফলে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে বরফ গলে পানির পাত্রের নীচের দিকে যেতে থাকবে আর পুরো ভাত সমান ভাবে গরম হবে।

ঙ. কোনও কারণে ত্বকে র‌্যাশ বেরলে আক্রান্ত অংশে এক টুকরো বরফ বা আইস কিউব দিয়ে ভাল করে ঘষে নিন। ত্বকের জ্বালা বা অস্বস্তি বোধ অনেকটাই কমে যাবে।

ব্রেকিংনিউজ/এসএসআর