bnbd-ads
bnbd-ads

৯৯ শতাংশ ভোট পড়া ‘বাস্তবসম্মত’ নয়: সিইসি

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০১৯, মঙ্গলবার
প্রকাশিত: ০৭:০৪ আপডেট: ০৭:০৫

৯৯ শতাংশ ভোট পড়া ‘বাস্তবসম্মত’ নয়: সিইসি
ফাইল ফটো

কোনও নির্বাচনে ভোটকেন্দ্রে ৯৯ শতাংশ ভোট পড়ার বিষয়টি ‘বাস্তবসম্মত’ নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

মঙ্গলবার (২৩ এপ্রিল) রাজবাড়ী সদর উপজেলার ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, ‘কোনো কেন্দ্রে ৯৯ শতাংশ ভোট পড়ার বিষয়টি আমি বাস্তবসম্মত বলে মনে করি না।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনের বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নটাপাড়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে মোট ভোটার ছিলেন ২ হাজার ৮৬। ভোট পড়ে ২ হাজার ৮৫। ওই কেন্দ্রে মাত্র একজন ভোটার অনুপস্থিত দেখানো হয়।

সিইসি বলেন, ‘ভোট গণনা হয়ে যাওয়ার পর ফলাফল ঘোষণা হয়ে গেলে নির্বাচন কমিশনের আর করার কিছু থাকে না। তখন আদালতে যেতে হয়।’

সম্প্রতি শেষ হওয়া উপজেলা নির্বাচনে কম ভোটার উপস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে নূরুল হুদা বলেন, ‘নির্বাচনগুলোতে বড় দল না থাকায় ভোটার কিছুটা কমেছে। প্রশাসন, জনপ্রতিনিধিসহ স্থানীয়রা সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে সহযোগিতা করেছেন। এ কারণে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সবার সহযোগিতার কারণে একটি চমৎকার পরিবেশ সৃষ্টি হয়েছে।’

সিইসি বলেন, ‘রোহিঙ্গারা ভোটার হতে পারবে না। তারা আমাদের দেশে আসার পরেই তাদের হাতের ছাপ নেওয়া হয়েছে। এতে করে ভোটার হতে গেলে হাতের ছাপ দেওয়ার সময় তারা ধরা পড়বে। সুতরাং নিজের পরিচয় গোপন করেও তাদের ভোটার হওয়ার কোনো সুযোগ নেই।’

এসময় আরও বক্তব্য দেন বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুম রেজা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফরিদপুর আঞ্চলিক কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার প্রমুখ।

ব্রেকিংনিউজ/এমআই/এমআর