bnbd-ads
bnbd-ads

রাতারাতি ৫৬ টন ওজনের ব্রিজ চুরি!

রকমারি ডেস্ক
৭ জুন ২০১৯, শুক্রবার
প্রকাশিত: ১১:৩০

রাতারাতি  ৫৬ টন ওজনের ব্রিজ চুরি!

রাতারাতি ৫৬ টন ওজনের একটি ব্রিজ উধাও! তাই নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে রাশিয়ার আর্কটিক অঞ্চলে । ডেইলি মেল জানিয়েছে, চুরির কিনিরা করতে ইতিমধ্যেই স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে। প্রসঙ্গত, রাশিয়ার মুর্মানস্ক অঞ্চলের উম্বা নদীর উপর তৈরি এই ব্রিজটির মাঝের ৭৫ লম্বা অংশ সম্প্রতি ভেঙে নেওয়া হয়েছে। 

গত মে মাসে ব্রিজ অন্তর্ধান রহস্য প্রথম নজরে আসে। এরপরেই সেটি প্রকাশিত হয় ভিকে নামের রাশিয়ার একটি ওয়েবপোর্টালে। ১৬ মে সেই ছবি শেয়ার হয় ভিকে-র পেজে। সেখানে দেখা যাচ্ছে, সেতুর বেশ বড় একটা অংশ জলের নীচে। 

দিন দশেক পরে ভিকে সার্ভে করে আরও ছবি প্রকাশ করে। দেখা যাচ্ছে, ব্রিজটা যেন ধুয়েমুছে সাফ! নদীর জলের নীচে পড়ে থাকা ভাঙা অংশগুলোরও আর কোনও চিহ্ন নেই! 

"কীভাবে অসম্ভভ সম্ভব হল জানা নেই। জলের নীচে পড়ে থাকা ব্রিজের ভাঙা অংশগুলোও নেই। কোনও প্রাকৃতিক বিপর্যয় এই ধরনের অঘটন ঘটাতে পারে না," ব্রিজের এরিয়াল শট নিয়ে সেই ছবির পোস্ট করে এই ক্যাপশন দেওয়া হয়েছে নীচে।

স্থানীয়দের মতে, সম্ভবত প্রথমে ব্রিজটিকে নামিয়ে আনা হয়েছে। তারপর চুরি করেছে চোরেরা। বিষয়টি তারা জানিয়েছেন কিরোভস্ক থানায়।

ইন্ডিপেনডেন্ট পত্রিকার দাবি, কিরোভস্ক প্রশাসন ইতিমধ্য এই তদন্তে নেমেছে। প্রাথমিক তদন্তে অনুমান, সম্ভবত ব্রিজের পুরনো লোহা বিক্রির উদ্দেশ্য চুরি করা হয়েছে ব্রিজটিকে। তবে কারা, কীভাবে এত ভারী ব্রিজ চুরি করল, এখনও জানা যায়নি।

ব্রেকিংনিউজ/অমৃ

bnbd-ads
MA-in-English
bnbd-ads