bnbd-ads
bnbd-ads

হঠাৎ করে নেতা হওয়ার অসুস্থ প্রতিযোগিতা তৈরি হয়েছে: গণপূর্তমন্ত্রী

স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট
১৪ মার্চ ২০১৯, বৃহস্পতিবার
প্রকাশিত: ০৫:৫১

হঠাৎ করে নেতা হওয়ার অসুস্থ প্রতিযোগিতা তৈরি হয়েছে: গণপূর্তমন্ত্রী
ছবি: সালেকুজ্জামান রাজীব

গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘এখন হঠাৎ করে নেতা হওয়ার প্রতিযোগিতা, মন্ত্রী হওয়ার প্রতিযোগিতা, এমপি বা কোনো কোম্পানির মালিক হওয়া অথবা হঠাৎ করে বড় একটি পোস্ট পাওয়া, এই সমস্ত অসুস্থ প্রতিযোগিতা তৈরি হয়েছে।’ 

বৃহস্পতিবার (১৪ মার্চ) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত ‘বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণই মুক্তিযুদ্ধের নির্দেশনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, ‘ইতিহাস কখনো রচনা করা যায় না, ঘটে যাওয়া ঘটনা ইতিহাস। যে সকল ভাষণ গুলোর সঙ্গে ৭ মার্চের ভাষণের কম্পেয়ার করা হয়েছে, ওই সমস্ত ভাষণের অবস্থান এবং বিদ্যমান পরিস্থিতি সেটা আমাদের অবস্থা থেকে সম্পূর্ণরূপে আলাদা ছিল। যে অল্প সময়ের মধ্যে বঙ্গবন্ধু ভাষণ রেখেছেন, সেখানে সকল কিছু বিদ্যমান ছিল। এই ভাষণে এমন কোনো বিষয় ছিল না, যা কোনোভাবে এড়িয়ে গেছেন তিনি। আর এজন্য বলা হয় এটা বিশ্বের বিস্ময়। বঙ্গবন্ধুর ভাষণ শুধু মুক্তিযুদ্ধের নির্দেশনায় সীমাবদ্ধ নয়। আমার কাছে মনে হয় বাঙালি জাতির ইতিহাসের পথ চলা, সবটুকু এর ভিতরে ছিল।’ 

তিনি বলেন, ‘আমি আমার ধর্মীয় বিশ্বাস থেকে মনে করি বাঙালি জাতির নির্যাতনের ইতিহাস অনেক দীর্ঘ। হয়তো মহান রাব্বুল আলামীন মনে করেছেন এখানে একজন মহামানব পাঠানো দরকার। সেজন্য শেখ মুজিবরূপী একজন মহামানব পাঠিয়েছেন। কিন্তু তাকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে অনেক পিছনে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে উত্তোলনের জন্য শেখ হাসিনাকে ২১ বছর লড়াই করতে হয়েছে। এই ২১ বছরের ভেতরে তাকে ১৯ বার মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়, ডক্টর মামুন-আল-মাহতাব স্বপ্নীল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান প্রমুখ।

‌ব্রে‌কিংনিউজ/এএইচএস/জেআই

bnbd-ads
MA-in-English
bnbd-ads