bnbd-ads
bnbd-ads

মালয়েশিয়ায় দুই বাংলাদেশি নিহত

প্রবাস ডেস্ক
৫ মে ২০১৯, রবিবার
প্রকাশিত: ০৬:৪৩

মালয়েশিয়ায় দুই বাংলাদেশি নিহত

মালয়েশিয়ায় একটি গুদামে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। তবে নিহতদের নাম, পরিচয় জানা যায় নি। 

রবিবার (৫ মে) মালয়েশিয়ার স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। দেশটির লোরোং পেরিনদুস্ট্রিয়ান বুকিত মিনইয়াক এলাকায় একটি গুদামে খেজুরভর্তি বাক্সের স্তূপ তাদের ওপর পড়ে।
 
সূত্রর তথ্য মতে নিহত বাংলাদেশিদের বয়স ৪০ এর কাছাকাছি। 

পেনাংয়ের ফায়ার ও রেসকিউ ডিপার্টমেন্টের এক মুখপাত্র বলেছেন, তারা এ বিষয়ে কল পান স্থানীয় সময় সকাল ১১টায়। তারপর একটি ফায়ার ইঞ্জিন পাঠানো হয় পারডা ফায়ার স্টেশন থেকে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা বারনামা।

ওই মুখপাত্র বলেছেন, যখন আমরা ঘটনাস্থলে পৌঁছি দেখতে পাই ওই দুই শ্রমিক অচেতন হয়ে পড়ে আছেন। তাদেরকে খেজুরভর্তি বাক্সের স্তূপের নিচ থেকে টেনে বের করছেন অন্য শ্রমিকরা।

প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, কাঠের বাক্স এবং খেজুর ভর্তি বাক্স তাদের ওপর পড়ায় আঘাত পেয়েছেন ওই দুই শ্রমিক। স্থানীয় পুলিশ প্রধান নিক রোজ আজান নিক আবদুল হামিদ বলেছেন, ঘটনাস্থলেই নিহত হয়েছেন ওই শ্রমিকরা। তাদের মৃতদেহ সেবেরাং জয়া হাসপাতালে নেয়া হয়েছে ময়না তদন্তের জন্য। 

ব্রেকিংনিউজ/এসএসআর