bnbd-ads
bnbd-ads

নিউজিল্যান্ডে বাংলাদেশি দম্পতির কারাদণ্ড

প্রবাস ডেস্ক
১১ মে ২০১৯, শনিবার
প্রকাশিত: ১০:১৩ আপডেট: ১০:১৪

নিউজিল্যান্ডে বাংলাদেশি দম্পতির কারাদণ্ড

বাংলাদেশ থেকে শ্রমিক নিয়ে তাদের পাসপোর্ট আটকে রেখে ন্যায্য মজুরি না দেয়ার অভিযোগে নিউজিল্যান্ডে বাংলাদেশি বংশোদ্ভূত মিষ্টি ব্যবসায়ী এক দম্পতির আড়াই বছরের কারাদণ্ড হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন- মোহাম্মদ আতিকুল ইসলাম ও তার স্ত্রী নাফিসা আহমেদ। 

অভিবাসন ও শ্রম আইন লঙ্ঘনের মাধ্যমে শ্রমিক শোষণের অভিযোগে স্থানীয় সময় শুক্রবার দেশটির অকল্যান্ড শহরের একটি আদালতে তাদের বিরুদ্ধে এ সাজা ঘোষণা করা হয়। 

দেশটির শীর্ষ সংবাদমাধ্যম নিউজিল্যান্ড হেরাল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই দম্পতি বাংলাদেশ থেকে শ্রমিক নিয়ে তাদের হয়রানি করতেন। অতিরিক্ত সময় করিয়েও ন্যায্য মজুরি দিতেন না। তাদের এক কর্মীকে গত ১৪ মাস ধরে কোনও ছুটি দেয়া হয়নি। 

একইসঙ্গে আতিকুল ও নাফিসার বিরুদ্ধে মানবপাচার, অস্থায়ী কর্মীদের শোষণ ও অভিবাসন সংক্রান্ত অন্যান্য অপরাধেরও অভিযোগ আনা হয়েছে। 

ব্রেকিংনিউজ/এমআর

bnbd-ads
MA-in-English
bnbd-ads