bnbd-ads
bnbd-ads

কুয়েত দূতাবাসে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

প্রবাস ডেস্ক
৮ মার্চ ২০১৯, শুক্রবার
প্রকাশিত: ১১:০১

কুয়েত দূতাবাসে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

বাংলাদেশ দূতাবাস কুয়েতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলদিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এ সময় রাষ্ট্রদূত এস এম আবুল কালমের নেতৃত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম, দূতালয় প্রধান ও প্রথম সচিব মোহাম্মদ আনিসুজ্জান, পাসপোর্ট ও ভিসা সচিব জহিরুল ইসলাম খাঁন, সোনালী ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন মজুমদার, প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান, সাজেদুল ইসলাম, মো. ফরিদ উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ দূতাবাস কুয়েতের রাষ্ট্রদূত এস এম আবুল কালামের সভাপতিত্বে ও দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামানের সঞ্চলনায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনাসভায় কুয়েত প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। পরিশেষে রাষ্ট্রদূতের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ব্রেকিংনিউজ/এসএসআর

bnbd-ads
MA-in-English
bnbd-ads