bnbd-ads
bnbd-ads

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ৩

নিউজ ডেস্ক
১৪ মার্চ ২০১৯, বৃহস্পতিবার
প্রকাশিত: ০৮:০৯

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ৩

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। সৌদি তায়েফ শহরে ওই দুর্ঘটনা ঘটে।  

বুধবার (১৩ মার্চ) রাত ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। ওই দুঘর্টনায় আরও দুই সৌদি নাগরিক নিহত হয়েছেন বলে জানা গেছে।

নিহত যুবক বাংলাদেশের মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জগন্নাথপুর এলাকার খোকন আহমদ (৩২) । তিনি জগন্নাথপুর গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে।

নিহতের পরিবার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

নিহতের পরিবার জানায়, খোকন কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে সৌদি আরবের তায়েফ শহরে সড়ক দুঘর্টনার শিকার হন। রাস্তা পারাপারের জন্য শহরের আইল্যান্ডে দাঁড়িয়েছিলেন তিনি। এসময় একটি দ্রুতগামী গাড়ি এসে তাকে চাপা দেয়।

ব্রেকিংনিউজ/এসএসআর