bnbd-ads
bnbd-ads

স্যামসাং আনলো উল্লম্ব ‘টিভি’

প্রযুক্তি ডেস্ক
২৯ এপ্রিল ২০১৯, সোমবার
প্রকাশিত: ১১:৩৪ আপডেট: ১১:৩৫

স্যামসাং আনলো উল্লম্ব ‘টিভি’

স্যামসাং সেরো নামে নতুন ৪৩ ইঞ্চি টিভি উন্মোচন করেছে। গ্রাহক চাইলে উল্লম্ব বা আড়াআড়ি করতে পারবেন এই টিভি।

প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদনে বলা হয়েছে, বেশিরভাগ মোবাইল কনটেন্ট লম্বালম্বি হওয়ায় লম্বা টিভি উন্মোচন করেছে স্যামসাং।

স্যামসাং জানায়, গ্রাহক যতো বেশি সম্ভব মোবাইল কনটেন্ট যাতে টিভিতে প্রজেক্ট করতে পারেন সেভাবেই নকশা করা হয়েছে সেরো।

নতুন এই টিভিতে রাখা হয়েছে ৪.১-চ্যানেল ৬০ওয়াট স্পিকার। আর টিভির পেছনে প্রচলিত নকশাই রাখা হয়েছে।

স্যামসাংয়ের ধারণা, মিউজিক স্ট্রিমিং হাব বা ঘরের জন্য সুন্দর আসবাব দুই দিক থেকেই মানানসই হবে সেরো।

টিভি বা ফোন প্রজেক্ট না করলেও টিভিকে বড় ডিজিটাল ছবির ফ্রেইম হিসেবে ব্যবহার করা যাবে। আর স্যামসাংয়ের এআই অ্যাসিস্টেন্ট বিক্সবিও কাজে লাগানো যাবে এতে।

চলতি বছরে মে মাসের শেষ দিকে দক্ষিণ কোরিয়ার বাজারে আনা হবে সেরো। এর বাজার মূল্য বলা হয়েছে প্রায় ১৬০০ মার্কিন ডলার।

ব্রেকিংনিউজ/এমজি