bnbd-ads
bnbd-ads

নীতিভঙ্গকারীরা ‘ফেসবুক লাইভ’ করতে পারবে না

বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক
১৬ মে ২০১৯, বৃহস্পতিবার
প্রকাশিত: ০১:৩৯ আপডেট: ০৮:০৭

নীতিভঙ্গকারীরা ‘ফেসবুক লাইভ’ করতে পারবে না

কঠোর অবস্থান নিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এক বিবৃতিতে ‘ওয়ান স্ট্রাইক’ নীতির জানান দিয়েছে ফেসবুক। ফেসবুকের নতুন নীতি অনুযায়ী, জনপ্রিয় ফেসবুক লাইভের ক্ষেত্রে ফেসবুকের নীতি অনুসরণ করতে হবে।

বিবৃতিতে জানানো হয়, যারা ফেসবুকের সিরিয়াস টাইপের নিয়ম-নীতি লঙ্ঘন করেছেন এবং ফেসবুক যাদের বিরুদ্ধে ইতিমধ্যে কোনো ধরনের ব্যবস্থা নিয়েছে, প্রাথমিকভাবে তাদের ‘ওয়ান স্ট্রাইক’র আওতায় আনা হবে। 

যারা প্রথমবারের মতো নিয়ম ভঙ্গ করেছেন তাদের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত লাইভের সুযোগ মিলবে না। নিয়ম ভঙ্গকারীদের অপরাধের ধরন বিচারে কয়েক দফা লাইভে নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। 

নিয়মগুলো কী কী? 

ফেসবুকে আপনি যা ইচ্ছা তাই না ভেবে শেয়ার করে ফেলেন, এই ধরেন কোনো ভায়োলেন্স শেয়ার করা যাবে না, আপনি করে ফেললেন; রক্তাক্ত ছবি, ন্যুড ছবি পোস্ট করলেন এসব ফেসবুকের নীতিবিরোধী। 

ফেসবুক আরো জানায়, নেতিবাচক কর্মকাণ্ডে এই প্লাটফর্মকে ব্যবহার করা হচ্ছে কিনা তা সহজে শনাক্তে প্রযুক্তি উদ্ভাবনে তিনটি বিশ্ববিদ্যালয়কে গবেষণায় অর্থায়ন করা হচ্ছে। 

সূত্র: নাইন নিউজ

ব্রেকিংনিউজ/এসএসআর

bnbd-ads
MA-in-English
bnbd-ads