bnbd-ads
bnbd-ads

অবশেষে চালু হলো ফেসবুক

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক
১৪ মার্চ ২০১৯, বৃহস্পতিবার
প্রকাশিত: ০৯:৪৬ আপডেট: ০৩:০৮

অবশেষে চালু হলো ফেসবুক

প্রায় ১০ ঘণ্টা বন্ধ থাকার পর চালু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ৮টার দিকে ইন্টারনেটে সামাজিক যোগাযোগের এই জনপ্রিয় মাধ্যমটি স্বাভাবিক হয়।

এ বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষ বলেছে, সমস্যা খুব বেশি সময় দীর্ঘস্থায়ী হয়নি। অল্প সময়ের মধ্যেই তা চিহ্নিত করা গেছে এবং ঠিকও হয়ে গেছে। কারিগরি ত্রুটির কারণেই কিছু সমস্যা হয়েছিলো।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বুধবার (১৩ মার্চ) বাংলাদেশ সময় রাত ১০টা থেকে সমস্যার শুরু হয়। ফেসবুকে কোনো লিংক শেয়ার কিংবা পোস্ট দেওয়া যাচ্ছিলো না। ফেসবুকের মেসেঞ্জারেও একই সমস্যা দেখা দেয়। প্রতিষ্ঠানটির বেশিরভাগ সেবাই ডাউন হয়ে যায়। এতে করে ভোগান্তিতে পড়েন কোটি কোটি গ্রাহক। শেষপর্যন্ত ফেসবুক চালু হওয়ায় ব্যবহারকারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

ব্রেকিংনিউজ/এনকে