bnbd-ads
bnbd-ads

নারী দিবসে মুশির শুভেচ্ছা

সোস্যাল মিডিয়া ডেস্ক
৮ মার্চ ২০১৯, শুক্রবার
প্রকাশিত: ১১:০৭

নারী দিবসে মুশির শুভেচ্ছা

বিশ্বের অন্যান্য স্থানের মতো বাংলাদেশেও আজ ৮ ফেব্রুয়ারি বিশ্ব নারী দিবস পালিত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছার বন্যা বইছে। সেই তালিকা থেকে বাদ পড়েননি বাংলাদেশের খেলোয়াড়ও। সুদূর নিউজিল্যান্ড থেকেই নারী দিবসে শুভেচ্ছা জানিয়েছেন উইকেটরক্ষক মুশফিকুর রহিম।

ফেসবুকে নিজের ভেরিফাইড পেজ-এ একটি ছবিসহ নারী দিবসের পোস্ট দেন মুশফিক। ছবিতে মা, শাশুড়ি ও স্ত্রী জান্নাতুল কিয়াফাত মন্ডির সাথে মুশফিকও আছেন। 

ছবির ক্যাপশনে মুশফিক লিখেন, ‘পৃথিবীর সকল নারীদের প্রতি রইলো নারী দিবসের শুভেচ্ছা। এখানে ছবিতে রয়েছে আমার জীবনের কয়েকজন শক্ত স্তম্ভ, যাদের জন্য আমি এই দিনটি উদযাপন করি। সবাইকে ভালোবাসি।’

প্রসঙ্গত, নিউজিল্যান্ড সফরে পাজর ও কব্জির ইনজুরির কারনে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে খেলতে পারেননি মুশফিক।

ব্রেকিংনিউজ/এমজি

bnbd-ads
MA-in-English
bnbd-ads