‘সরকার বলেছিল ১০ টাকায় চাল খাওয়াবে ৫ টাকায় লবণ খাওয়াবে। যারা দিন বদলের স্লোগান দিয়েছিল, আজকে সেখানে চালের দাম ৫০ টাকা আর পেঁয়াজের দাম ৩০০ টাকা। এই হচ্ছে তাদের দিনবদলের সনদ। আজকে গণতন্ত্রের নামে দেশে স্বৈরতন্ত্র চলছে, আজকে মানুষ প্রতিবাদে আসতে পারছে না কারণ চাবি মেরে দেয়া হয়েছে।’
রবিবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর শাহবাগ মোড়ে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে এসব কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি নুরুল হক নুর। ‘পেঁয়াজ ও চালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্য বৃদ্ধি’র প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে সাধারণ ছাত্র অধিকার পরিষদ।
ভিপি নুর বলেন, ‘২০০৮ সালে সরকার (আ.লীগ) ক্ষমতায় আসার জন্য যে নির্বাচনী ইশতেহার দিয়েছিল, তারা এমন দিন বদলের সনদ দিয়েছে এখন মানুষকে বলতে হয় যে, না খেয়ে থাকতে। এখন মানুষকে পেঁয়াজ ছাড়া তরকারি রান্নার পদ্ধতি আবিষ্কার করতে হচ্ছে। যেখানে মানুষ শত সহস্র বছর ধরে এ পেঁয়াজ খেয়ে আসছে।’
তিনি বলেন, ‘আজকে তারা এতটা অদক্ষ কথাবার্তা বলছে, প্রতিটি কাজে তারা ব্যর্থতার পরিচয় দিচ্ছে। যার কারণে আজকে দেশ অনিশ্চিত গন্তব্যের দিকে আগাচ্ছে। আজকে যখন জিডিপির কথা বলা হচ্ছে তখন আমরা দেখি প্রায় চার কোটির মত যুবক বেকার। আর যখন রেমিটেন্স নিয়ে গর্ব করা হয় তখন আমরা দেখি প্রবাসী ভাই ও বোনেরা কি অমানবিক জীবন যাপন করে এবং দেশে ফেরার জন্য এক প্রকার আকুতি থাকে। তারা আজ নির্যাতিত-নিপীড়িত হয়ে দেশে ফিরেছে।’
নুর বলেন, ‘আপনারা জানেন ৩১ ডিসেম্বর একটি নির্বাচনের মাধ্যমে কিভাবে অকার্যকর সংসদ করে বাংলাদেশের গণতন্ত্রকে কবর দেয়া হয়েছে। আজকে প্রকৃত গণতন্ত্র এবং জবাবদিহিতা মূলক একটি সরকার না থাকায় দুর্বৃত্তায়নের দুষ্ট চক্রে ঘুরপাক খাচ্ছে।’
সাধারণ ছাত্র অধিকার পরিষদ আয়োজিত সমাবেশের আগে শাহবাগ থেকে টিএসসি হয়ে একটি মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এসে মিলিত হন। পরে সাধারণ ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দের বক্তব্যের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়।
সমাবেশে আরও বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের আহবায়ক হাসান আল মামুন, যুগ্ম-আহবায়ক মো. ফারুক, মাহফুজুর রহমান, আতাউল্লাহ, আবু হানিফ, সম্রাট প্রমুখ।
ব্রেকিংনিউজ/ এসএ