হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) প্রো-ভিসি নিয়োগ দেয়ার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে দিনাজপর প্রেস ক্লাবের সামনের সড়কে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানান শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, হাবিপ্রবিতে দীর্ঘদিন কোষাধ্যক্ষ পদ শূন্য ছিল। এরপর কয়েকদিন আগে কোষাধ্যক্ষ নিয়োগ দেয়া হয়। তবে এখনও প্রো-ভিসি নিয়োগে দেয়া হয়নি। ফলে প্রশাসনিক কাজে ভোগান্তি পোহাতে হয় শিক্ষার্থীদের। এ সময় বিভিন্ন বিভাগের সেশন জটসহ ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা নিরোসনের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন শিক্ষার্থীরা।
মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী জান্নাত-এ-নাঈম, এমবি এর শিক্ষার্থী মখলেসুর রহমান, শান্ত ও সুমন প্রমুখ।
ব্রেকিংনিউজ/এসআই