রাজধানী ঢাকার বারিধারায় মার্কিন দূতাবাসের পাশে একটি সন্দেহজনক কালো ব্যাগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিটের বোম্ব ডিসপোজাল ইউনিট।
ব্যাগটি ডিসপোজাল করার পর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ব্যাগে তেমন কিছু ছিল না। তবু ঝুঁকি না নিয়ে বোম্ব ডিসপোজাল ইউনিটের মাধ্যমে এটি নিষ্ক্রিয় করা হয়েছে।
বুধবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী বিষয়টি ব্রেকিংনিউজকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ব্যাগে সন্দেহজনক কিছু ছিল না। তবু বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছিল। তারা ব্যাগটি ডিসপোজাল করেছে।’
সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার (২ নভেম্বর) সন্ধ্যায় দিকে বারিধারায় মার্কিন দূতাবাসের পাশে ইনফরমেশন সেন্টারের এনেক্স বিল্ডিং সংলগ্ন চেকপোস্টে অজ্ঞাত দুই ব্যক্তি একটি কালো ব্যাগ হাতে দাঁড়িয়েছিলেন। দূতাবাসের নিজস্ব নিরাপত্তা কর্মকর্তারা তাদের দাঁড়িয়ে থাকার কারণ জানতে চাইলে অজ্ঞাত দুই ব্যক্তি সঙ্গে থাকা কালো ব্যাগটি রেখে চলে যায়। পরে দূতাবাসের নিরাপত্তা-কর্মীরা বিষয়টি পুলিশকে জানায়।
খবর পেয়ে পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়। একইসঙ্গে সার্বিক নিরাপত্তার স্বার্থে এলাকাটি নজরদারিতে রাখা হয়েছে।
ব্রেকিংনিউজ/টিটি/এমআর