রাজধানীর কারওয়ান বাজারের হাসিনা মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে নিয়েছে ফায়ার সার্ভিস। প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসটির ১১টি ইউনিট। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে আগুনে ৪০ থেকে ৪৫টি দোকান পুড়েছে বলে জানা যায়।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) দিনগত রাত ৯টা ১০ মিনিটে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার মাহফুজ রিবেন।
তিনি বলেন, শনিবার রাত ৯টা ৮ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তেজগাঁও, মোহাম্মদপুর ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।