অভিজ্ঞ স্টিভেন স্মিথের দুর্দান্ত এক সেঞ্চুরি আর উইন পুকভস্কি ও মার্নাস লাবুশেনের বুক চিতিয়ে লড়াইয়ে সিডনি টেস্টের প্রথম ইনিংসে ৩৩৮ রানে থেমেছে অস্ট্রেলিয়া। ক্যারিয়ারের ২৭তম শতক তুলে নিয়েছেন অজিদের সাবেক এই টেস্ট অধিনায়ক।
প্রথম দিনের বৃষ্টি বাধায় থেমে থেমে দিন শেষ হওয়ার পর শুক্রবার দ্বিতীয় দিনে ব্যাট হাতে ভারতের বোলারদের সামনে দেয়াল হয়ে দাঁড়ান স্মিথ। তার শতকেই স্বস্তির পুঁজি পেয়েছে স্বাগতিকরা।
দলের পক্ষে সর্বোচ্চ ১৩১ রান করেছেন স্মিথ। এছাড়াও লাবুশেন ৯১, অভিষিক্ত পুকভস্কি ৬২ ও মিচেল স্টার্ক ২৪ রান করেন।
ভারতের হয়ে বল হাতে ৪ উইকেট তুলে নেন বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাদেজা। এছাড়া বুমরাহ ও নবদীপ সাইনি ২টি করে উইকেট নেন। মোহাম্মদ সিরাজের ঝুলিতে যায় ১টি উইকেট।
এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত সফরকারীদের ভালো শুরু এনে দিয়েছেন দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। এ প্রতিবেদন লিখা পর্যন্ত ৪২ রানে অবিচ্ছিন্ন আছেন এ দুই উদ্বোধনী ব্যাটসম্যান।
ব্রেকিংনিউজ/এমআর