ঘরের মাঠ, পরিচিত গ্যালারি। জিতলেই সিরিজ নিশ্চিত। এমন সুযোগটা আজ এক ম্যাচ হাতে রেখেই কাজে লাগাতে চাইবে টিম বাংলাদেশ। বিপরীতে সফরকারী উইন্ডিজ চাইবে যেকোনও মূল্যে সিরিজে সমতা ফেরাতে।
শুক্রবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামছে দু’দল।
কোচ, নির্বাচক কিংবা অধিনায়ক- সাধারণ উইনিং কম্বিনেশন কেউই ভাঙতে চায় না। সেদিক থেকে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটে জয় পাওয়ার পর আজ বাংলাদেশ একাদশে পরিবর্তন আসার কথা নয়। তবে প্রথম ওয়ানডেতে ১২২ রানে গুটিয়ে যাওয়া ক্যারিবীয় শিবিরে আজ একাধিক পরিবর্তন দেখা যেতে পারে।
দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন/শরিফুল ইসলাম।
ব্রেকিংনিউজ/এমআর