খুলনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রোজিনা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মৃত রোজিনা যশোরের ঝিকরগাছা উপজেলার খায়রুল ইসলামের স্ত্রী।
বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শৈলেন্দ্রনাথ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ডেঙ্গু আক্রান্ত রোজিনা বেগমকে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি করা হয়।
পরে তার স্বাস্থ্যের অবনতি হলে ওইদিনই তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করানো হয়। কিন্তু সেখানেই রাত পৌনে ১০টার দিকে তার মৃত্যু হয়।
খুলনায় এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে।
ব্রেকিংনিউজ/এমআর