মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরুয়া ইউনিয়ের কুষ্টিয়া এলাকায় পদ্মা নদীর ভাঙন রোধের কাজ পরিদর্শন এবং নদী ভাঙন ও বন্যা কবলিত এলাকার লোকজনের মাঝে চাল বিতরণ করেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস।
রবিবার (২১ জুলাই) বিকেলে তিনি নদী ভাঙন রোধের কাজ পরিদর্শরন শেষে আরুয়া ইউনয়ন পরিষদ কার্যালয় থেকে ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন- শিবালয় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানু, মহিলা ভাইস চেয়ারম্যান রুনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন, শিবালয় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, আরুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতারুজ্জামান খান মাসুম প্রমুখ।
আরুয়া ইউনিয়নের নদী ভাঙন ও বন্যাকবলিত চার শতাধিক পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে ৩০ কেজি করে চাল দেয়া হয়।
ব্রেকিংনিউজ/জেআই